DamnLyrics - The center provides all the lyrics

Kandte De - Kabir Suman



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Kandte De Lyrics


এক খানা ইট যদি পাওয়া যেত
নোংরা মুখটা করতাম থেঁতো,
ভাবতে ভাবতে গেলো একজন
ক্ষতবিক্ষত ছেলেটার কাছে,
যেনো দুজনের শত্রুতা আছে।
তলপেটে লাঠি কয়েক ডজন
কষানোর পর আরো একজন
হাঁপাতে লাগলো দাড়িয়ে দাড়িয়ে
ক্ষতবিক্ষত ছেলেটার কাছে,
যেনো দুজনের শত্রুতা আছে।
চেলা কাঠ দিয়ে ফাটালো মাথা,
দেখতে দেখতে সাতেরাহাটা,
ঘটালেন যিনি তিনিও মানুষ।
ক্ষতবিক্ষত ছেলেটার মুখে -
থুথু ফেললেন একটু ঝুঁকে।

নাকমুখ দিয়ে গড়ালো রক্ত
দেখতে দেখতে শক্তপোক্ত
একজন দেন টিকা টিপ্পনী -
ক্ষতবিক্ষত ছেলেটার কানে -
ঢুকলো কতটা ভগবান জানে।
সিগারেট লুই উরুতে ছেকা
দগদগে পোড়া চামড়া দেখা
উৎসুক মাছি বসেছে তাতে।
ক্ষতবিক্ষত ছেলেটার পেটে -
কে যেনো নিয়েছে মাংস কেটে।
ডটপেন দিয়ে খুচানো চোখে।
শহরের হওয়া গন্ধ শোকে।
গণপিটুনির আজব গন্ধ।
ক্ষতবিক্ষত ছেলেটার গালে-
পথচারী তার দেশলাই জ্বালে।
পেছ দিয়ে দিয়ে ভাঙ্গা দুই হাত
উপড়ানো নখ, উপড়ানো দাঁত,
উদাসিনভাবে দেখেছিলো কে
ক্ষতবিক্ষত ছেলেটার লাশ
দেখছে জনতা বলছে 'সাবাশ'
'মাঝেমধ্যেই এখানে-ওখানে
পিটিয়ে মারার ব্যাস্ত শশ্মানে
পড়েছে কে?' প্রশ্ন অনেক, উত্তর নেই।
এই অসহ্য সময়টাকে কাদতেঁ দে।
কাদতেঁ দে, কাদতেঁ দে।
Lyrics Submitted by Niamotullah

Enjoy the lyrics !!!