DamnLyrics - The center provides all the lyrics

Konba Pothe - Momtaz



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Konba Pothe Lyrics


ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো
ঘুমাইয়া ছিলাম
(ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো
জেগে দেখি বেলা নাই
বেলা নাই।
কোন বা পথে নিতাইগঞ্জ যাই
ও বন্ধুরে
কোন বা পথে নিতাইগঞ্জ যাই।)X2
নিতাইগঞ্জ করবো বাসা
মনে ছিলো দারুন আশা গো।
আরে নিতাইগঞ্জ করবো বাসা
মনে ছিলো দারুন আশা গো।
এবার ছয় ডাকাতে যুক্তি করে
ছয় ডাকাতে
যুক্তি করে আশার মুখে দিলো ছাই
দিলো ছাই।
কোন বা পথে নিতাইগঞ্জ যাই

ও বন্ধুরে
কোন বা পথে নিতাইগঞ্জ যাই।
নিতাইগঞ্জ যাবার আশে
দাঁড়ায় আছি রাস্তার পাশে গো।
আরে নিতাইগঞ্জ যাবার আশে
দাঁড়ায় আছি রাস্তার পাশে গো।
আরে গাড়িতে চড়বো টিকেট কাটবো
গাড়িতে চড়বো
টিকেট কাটবো ভক্তি মাশুল কিছু নাই
কিছু নাই
কোন বা পথে নিতাইগঞ্জ যাই
ও বন্ধুরে
কোন বা পথে নিতাইগঞ্জ যাই।
নিতাইগঞ্জ ডাইনে রেখে
সাধের নৌকা দিলাম ছেড়ে গো
আরে নিতাইগঞ্জ ডাইনে রেখে
সাধের নৌকা দিলাম ছেড়ে গো।
এবার নিতাইগঞ্জ বামে রেখে
নিতাইগঞ্জ
বামে রেখে ঢাকার গাঙ্গে নাও ডুবাই
নাও ডুবাই।
কোন বা পথে নিতাইগঞ্জ যাই
ও বন্ধুরে
কোন বা পথে নিতাইগঞ্জ যাই।
ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো
ঘুমাইয়া ছিলাম
ঘুমাইয়া ছিলাম ছিলাম ভালো
জেগে দেখি বেলা নাই
বেলা নাই।
কোন বা পথে নিতাইগঞ্জ যাই
(ও বন্ধুরে
কোন বা পথে নিতাইগঞ্জ যাই।) X3
Lyrics Submitted by আনিকা আরনাজ রহমান

Enjoy the lyrics !!!