Koto Rongo Janore Manush - Andrew Kishore



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Koto Rongo Janore Manush Lyrics


কত রঙ্গ জানো রে মানুষ
কত রঙ্গ জানো ।।
তুমি এই ভালো , এই মন্দ
ক্ষণে হাসো , ক্ষণে কান্দো
হায়রে একি দন্ধ !
কত রঙ্গ জানো রে মানুষ , কত রঙ্গ জানো ।
চক্ষু দুইখান , হাত দুইখান
আছে সবার সমান সমান
তবু কেন নানান রকম
চলন বলন মনের ধরন
বুজি না তার মর্ম !
কত রঙ্গ জানো রে মানুষ , কত রঙ্গ জানো ।
ঘুরলাম কত দেখলাম কত
পাইলাম না মন মনের মত
আমি অধম আর কি বলি
জ্ঞানের পিপা রইলো খালি

বৃথা সাধের জন্ম !!
কত রঙ্গ জানো রে মানুষ , কত রঙ্গ জানো !
কার্টেসি রায়হান হোসেন রানা SUFI MAHMUD

Enjoy the lyrics !!!