Mon Hawate - Somlata
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Mon Hawate Lyrics
মন হাওয়াতে স্বপ্ন ছুতে
আরো আরো দূরে যাচ্ছে হারাতে
ইচ্ছে পুরে নীলচে ঘোরে
মেঘে মেঘে ওরা বৃষ্টি ছড়াতে
কিছু রোদেলা রঙ্গিলা আলো
কারা হলুদে নীলে মেশালো
কিছু রোদেলা রঙ্গিলা আলো
কারা হলুদে নীলে মেশালো
তাই সবুজ নেশা নামল চোখের পাতায়
দেখি আলো মাখা রুমালি ভোরে
কিছু পাখি হওয়া কথারা ওড়ে
কিছু কথা দোলে ঘাসে ঘাসে
তুলে নিয়ে কথা ঘরেতে ফিরি
কিছু ভাব কিছু কিছুটা আড়ি
বাসা বাধে জানলার পাশে
তখন দেয়াল তেপান্তরে
খোলা চিঠির অচিনপুরে
বুঝি ফেরে কেউ আমার সুরে বেসুরে
হেটে যাব আমি ততটা দূরে
যত দূরে গেলে মেঘেলা ঘরে
ভাবা বলে শোনো কেও আসে
শুনি ভেজা পাতা টাপুরটুপুরে
একা ডেকে যাওয়া চিলের দুপুরে
চৈত্রের গানে ভরা মাসে
তখন আমার শহর জুড়ে
ঘুড়ির ডানায় ফাগুন ওড়ে
রঙে রঙে আমি রঙ্গিন হওয়া আকাশে
Enjoy the lyrics !!!