O Bashi Tor - Subir Nondi
Page format: |
Direct link:
BB code:
Embed:
O Bashi Tor Lyrics
ও বাঁশী তোরে দু’ হাতের কোলে করে
দু’ ঠোঁটের বুলাই পরশ
তুই সুর বেঁধে আনলি না ঘরে প্রিয়ারে
আজও এলিনা কোন উপকারে।।
একে তো ছোট্ট জীবন
ভালো লাগে কি এই জ্বালাতন
তোরে করে কি লাভ এই আদর যতন
ও বাঁশী বল দেখিনারে।।
সাধে কি বলি বাঁশী এ কথা
মান করে যায় যে এ লগন
ফিরে আসেনা গেলে আর সে লগন
ভেবে দেখ এই কথাটা রে।।
Lyrics Submitted by Sumon
Enjoy the lyrics !!!