Shunno E Buke Pakhi - Khairul Anam Shakil
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Shunno E Buke Pakhi Lyrics
শূন্য এ বুকে পাখি মোর আয়
ফিরে আয় ফিরে আয়!
তোরে না হেরিয়া সকালের ফুল অকালে
ঝড়িয়া যায় ।।
তুই নাই বলে ওরে উন্মাদ
পান্ডুর হল আকাশের চাঁদ,
গিরিনদী জল করুন বিষাদ, ডাকে আয়
তীরে আয়।।
গগনে মেলিয়া শত শত কর
খুঁজে তোরে তরু,ওরে সুন্দর!
তোর তোরে বনে উঠিয়াছে ঝড় লুটায়
লতা ধূলায়!
তুই ফিরে এলে,ওরে চঞ্চল
আবার ফুটিবে বন ফুল - দল
ধূসর আকাশ হইবে সুনীল
তোর চোখের চাওয়ায় ।।
Lyrics Submitted by Karabi Sen
Enjoy the lyrics !!!