damnlyrics.com

Sunday

আধো আলোতে মন ছুঁয়েছে

অন্ধকার একলা

চোখে চশমা মনে অন্ধ; আয়নাতে চোখ ছোঁয়।

মিছেমিছি ভয় পাওয়া আবার হারিয়ে

মেঘটা

মনে মনে ধরে হাঁটা; আমার ভাললাগা।

কী জলে ভেজাও তুমি রাগ গুলো চোখে

মেঘ ঠোঁটে করে আমায় ভুল আবেগ দিলে।তবু ভয় হয় মনে সংশয়

কত সংলাপ ফিকে হয়

তবু ভয় হয় মনে সংশয়

আবার হারিয়ে মেঘটা

মনে মনে ভাল লাগা; আমার

ভালবাসা।

Song Discussions is protected by U.S. Patent 9401941. Other patents pending.

Enjoy the lyrics !!!