DamnLyrics - The center provides all the lyrics

Surer Ei Jhar Jhar Jharna - Sabita Chowdhury



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Surer Ei Jhar Jhar Jharna Lyrics


সুরেরও এই ঝর ঝর ঝর না ঝরনা
হায় মরি হায় মরি হায়রে ঝরনা ঝরেরে
ফুলেরও এই গুন গুন গুন যাই দুজনা
যাই চলে যাই চলে যাইরে
রহেনা ঘরেতে
ঝরনা ঝরেরে রহেনা ঘরেতে ||
মেঘে মেঘে মেঘ বালিকা আবির ঢালে
মনেরও ময়ুরী নাচে তালে তালে ||
গানে গানে প্রাণে প্রাণে ||
সুরের সুরভি ভরেরে ||
নোটন নোটন পায়রা গুলি পেখম মেলেছে
রোদেরও সোনালী রং অঙ্গে মেখেছে ||
মরি মরি কিযে করি ||
হৃদয় আকুল করেরে ||
Lyrics Submitted by Rajan Gupte

Enjoy the lyrics !!!