Tui Naki Ma Daya Moyee - Pannalal Bhattacharya



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Tui Naki Ma Daya Moyee Lyrics


তুই নাকি মা দয়াময়ী।
শুনেছি ঐ লোকের মুখে
তুই নাকি মা দয়াময়ী।
শুনেছি ঐ লোকের মুখে
দানে নাকি সারা বিশ্ব
ভরে আছে দিকে দিকে
তুই নাকি দয়াময়ী......... ...
রূপে রসে গন্ধে ঘ্রাণে
সকল ভাবে সকল প্রাণে।
তুই নাকি মা আসিস নিজে
ডাকিস মোরে স্নেহের ডাকে
তুই নাকি মা দয়াময়ী
শুনেছি ঐ লোকের মুখে।
এতই যদি দয়াময়ী
এতই যদি স্নেহময়ী
রাখলি কেন কানা করে
অধম করে এই বালকটাকে
দুঃখ যদি তোর ছিল জানা

সুখ দিতে কে করল মানা
শক্তি বুঝি ফতুর হল
ভক্তি দিতে অধমটাকে।
তুই নাকি মা দয়াময়ী
শুনেছি ঐ লোকের মুখে।
Lyrics Submitted by Arnob Bhattacharya

Enjoy the lyrics !!!