Ami Bonoful Go - Fahmida Nabi
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Ami Bonoful Go Lyrics
আমি বন ফুল গো
ছন্দে ছন্দে দুলি আনন্দে
বাসন্তে কার কন্ঠে আমি
মালি কাদো দুল গো
বনের পরেই আমার সনে
খেলতে আসে গুঞ্জ বনে
ফুল ফুটানোর গান গেয়ে যায়
পাপিয়া বুলবুল গো
আমি বন ফুল গো
পথিক ভ্রমর শুধায় মোরে
সোনার মেয়ে নামকি তোর
বলি ফুলের দেশের কন্যা আমি
চম্পাবতি নামটি মোর
লতার কোলে চাদনী রাতে
বাসর জাগে চাদের সাথে
ভোরের বেলায় নয়ন কোনে
দোলে শিশির দুল গো
আমি বন ফুল গো
Lyrics Submitted by Omar Faruque
Enjoy the lyrics !!!