Amra Emni Eshe Bheshe - D. L. Roy
| Page format: |
Amra Emni Eshe Bheshe Lyrics
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আলোর মতন, হাসির মতন
কুসুমগন্ধ রাশির মতন
হওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতন ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি
আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী
আমরা অরুণ-কনক কিরণে চড়িয়া নামি
আমরা সান্ধ্যরবির কিরণে অস্তগামী
আমরা শরত-ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে
শরত-ইন্দ্রধনুর বরণে
জ্যোৎস্নার মতো অলস চরণে
চপলার মতো চকিত-চমকে
চাহিয়া ক্ষনেক হেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা
আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা
আমরা স্নিগ্ধকান্ত শান্তি সুপ্তি ভরা
আমরা আসি বটে তবু কাহারে দিই না ধরা
আমরা শ্যামলে শিশিরে, গগনের নীলে
গানে সুগন্ধে কিরণে নিখিলে
শ্যামলে শিশিরে, গগনের নীলে
গানে সুগন্ধে কিরণে নিখিলে
স্বপ্নরাজ্য হতে এসে ভেসে
স্বপ্নরাজ্য দেশে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আলোর মতন, হাসির মতন
কুসুমগন্ধ রাশির মতন
হওয়ার মতন, নেশার মতন
ঢেউয়ের মতন ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
আমরা এমনি এসে ভেসে যাই
Lyrics Submitted by DEBAHUTI CHAKRAVARTI