Apon Kaje Ochol Hole - Riddhi Banerjee



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Apon Kaje Ochol Hole Lyrics


আপন কাজে অচল হলে চলবেনা রে চলবে না, অলস স্তুতি গানে, তাঁর আসন টলবে নারে টলবেনা। হল যদি তো না হয় সচল , বিফল হবে জলদ জল। ঊষরভুমে সোনার ফসল, ফলবে নারে ফলবে না। সবাই আগে যায়রে চ'লে, বসে আছিস তুই কি বলে? এখন নোঙর বেঁধে স্রোতের জলে, (তরী তোর)চলবেনা রে চলবেনা। তীরের বাঁধন দে রে খুলি' ভেসে যা তুই পালটি তুলি' দিক যদি তুই না যাস্ ভুলি' (বিধি তোরে),ছলবে নারে ছলবে না।।
Lyrics Submitted by Sharmistha Acharyya

Enjoy the lyrics !!!