Bhabtei Paro - Prayer Hall
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Bhabtei Paro Lyrics
ভাবতেই পারো ক্লান্ত কোন দুপুরে
ধুলো মেখে মেখে বেজে ওঠা নূপুরে
সুর মেলে ডানা আকাশের উপরে
যাও যদি সুদূরপানে
চেনা কোন অন্যখানে
ভালবাসার মেঘে ঘেরা
আসবে যে আমার মনে
আজ তোমার মেঘে মেঘে রংধনু
আজ তোমার মেঘে মেঘে রং
আজ তুমি মেঘে মেঘে যেমন ইচ্ছে তেমন
ভালবাসা নিয়ে আসি আজ আমি
মেঘে মেঘে সারাক্ষণ
ভাবতেই পারো আলোর শেষে
সন্ধ্যা কেন মুচকি হেসে
সুদূরে যায় নিয়ে চলে
তোমার কথা আমায় বলে
ভাবতেই পারো আমরা দূরে
যেমন আছি বহুকাল ধরে
তবুও আজ মেঘের দেশে
শুধুই আমায় মনে পড়ে
Lyrics Submitted by MM
Enjoy the lyrics !!!