Boson Poro Maa - Nilanjan Nandi
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Boson Poro Maa Lyrics
বসন পরো মা, বসন পরো মা
বসন পরো, পরো মা গো
বসন পরো মা।
চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো
বসন পরো মা পরো, বসন পরো মা।
বসন পরো, পরো মা গো, বসন পরো মা।
কালীঘাটের কালি তুমি, কৈলাশে ভবানী
বৃন্দাবনে রাধা প্যারির, গোকুলে গোপিনী।
পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালি
কত দেবতা করেছে পুজা দিয়ে নরবলি গো
বসন পরো মা পরো, বসন পরো মা।
পশিতের উজীর ধারা, গলে মুণ্ডমালা
হেট মুখে চেয়ে দেখো পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে উলঙ্গ কেমনে
তুমি পাগল পতি পাগল
মাগো আরও আছে পাগল
প্রসাদও হয়েছে পাগল
চরণ পাবার আসে গো
বসন পরো মা পরো, বসন পরো মা।
বসন পরো, পরো মা গো
বসন পরো মা ...
Lyrics Submitted by Raj Das
Enjoy the lyrics !!!