Dekho Ghor Andhakare - Rupankar
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Dekho Ghor Andhakare Lyrics
দেখো ঘোর অন্ধকারে নাচিছে আলো করে
ত্রিনয়নী শ্যামা-বামা তারিণী তারা
দুলিছে মেদিনী ত্রাসে বিকট অট্টহাসে
চিন্ময়ী লীলাময়ী সৃষ্টিছাড়া
তালে তালে ওই নাচে তারিণী
মুক্ত কেশে কেউ খেলে
চরণ চিন্হে ফোটে শত শতদল
ত্রিনয়ন উঠিছে যে জ্বলে
মুণ্ডমালা গলে মাতোয়ারা হয়ে চলে
উল্লাসে প্রাণ ভরা
সম্বর মা গো প্রলয় নাচন হল
স্তম্ভিত মহাকাল উতলে শয়ান
কমল নয়ন দুটি খোলো
দিকে দিকে ওই বাজিছে শঙ্খ
স্বর্গ-মর্ত স্তব করে
জয়তু জয়তু রব উঠিছে দশদিকে
সবে মিলে জয়গান করে
শিবমন করা মাগো দুখ ভরা
সুখদা তুমি তারা
Lyrics Submitted by Sudeshna Dutta
Enjoy the lyrics !!!