Eksho Vrindavan - Nakash Aziz & Payal Dev



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Eksho Vrindavan Lyrics


তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
কোন সে লগনে হবি তুই কনে
দোকা হয়ে যাবি একলা জীবনে
কারো আর শুনবে না বারন
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন

আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
চল আজ জানিয়ে দেব
দুনিয়াটাকে
কেন মনে রঙ বেরঙের বেলুন
উড়তে থাকে
দেখেশুনে তোকে বুঝে গেছি
কেন মনে আকাশকুসুম
চিন্তারা জমতে থাকে
দূরে দূরে থাকি মনে মনে ডাকি
দিনে হবি আলো রাতেতে জোনাকি
কারো আর শুনবি না বারণ
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
আয়না বায়না করছে মনটা খুবি
আজ তোর গভীর জলে
চলনা আমি ডুবি
তোকে নিয়ে কোন কথা হবে না
শুধু তোর ফটোর ফ্রেমে
আমি হবো ছবি
কোন‌ সে লগনে হবি তুই কনে
দোকা হয়ে যাবি একলা জীবনে
কারো আর শুনবি না বারণ
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
তোকে নিয়ে ঘুরতে যাব
একশো বৃন্দাবন
আমি আর অন্য কিছুর
মুডে নেই এখন
Lyrics Submitted by YT-Pahari Jharna(Aj Santu Kumar)

Enjoy the lyrics !!!

More lyrics by Nakash Aziz & Payal Dev