Ghum Peyeche Sopno - Silajit Majumder
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Ghum Peyeche Sopno Lyrics
ঢুলু ঢুলু চোখ শালা দেখি কত লোক দিয়ে
তাকিয়াতে ঠেস বলে আহা বেশ বেশ বেশ
বেশ বেশ বলে আর শুধু যায় ঢুলে ঢুলে
চোখ হল লাল লাল লাল সে সকাল আর
কবে লাল হবে আর কবে লাল হবে আর
কবে লাল হবে
তোদের ঘুম পেয়েছে বাড়ি যা
স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে
যাবি যাবি করলি তবু কেন গেলি না রে বাড়ি
চলে যা চলে যা চেপে বুলেট PROOF গাড়ি
তোর ধা চকচকে জুতোর পালিশ
চোখ করে বড্ড নালিশ
চুনোট করা ধুতির কোঁচা
বুকে মারে বড্ড খোঁচা
ঘুম পেয়েছে বাড়ি যা স্বপ্ন দেখ ঘুমের ফাঁকে ||
Lyrics Submitted by Yuvraaj
Enjoy the lyrics !!!