Ja Pakhi - Silajit Majumder



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Ja Pakhi Lyrics


কি সহজ ভুলতে পারা, তাই না?
পাঁজরে বিঁধছে যে আলপিন।
মন আমার মশাল, শরীর জ্বলে,
পুড়ে যাক পৃথিবী রাতদিন।
যে কথায় কবিতা জন্মাতো,
সে কথায় শিরায় শিরায় বিষ।
একেকটা কথার ছোবলে,
কবিতার খাতা পুড়িয়ে দিস।
সে ধোঁয়ায় জ্বলছে মাথা-চোখ,
সাধ হয় তোকেও জ্বালাই ।
জ্বালাতে গিয়েও বাঁচায় আগুন,
চাই না বাজে খরচা তাই।
বুকের এ খাঁচায় জ্বলুক আগুন,
ভালবাসা সর্বনাশা হায়!
এতদিনে বুঝতে পারি ভাষা,
তোর্ এবার নতুন বাসা চাই।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে,

যা যা যা, খুঁজে নে অন্য কোনো বাসা ।
খুঁজে নে অন্য কোনো মন,
ভুলে যা বন্য ভালবাসা।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে!
Music
একেকটা দিন, একেকটা রাত,
ফিরে গেছি রোজ রোজ, বাড়িয়েছি হাত।
তোকে ধরে রাখতে চেয়ে হায়!
দারুন দুপুর, ধুসর বিকেল, সর্বশ্রান্ত সন্ধ্যায়।
একেকটা দিন, একেকটা রাত, ফিরে গেছি রোজ রোজ, বাড়িয়েছি হাত। তোকে ধরে রাখতে চেয়ে হায়!
দারুন দুপুর, ধুসর বিকেল, সর্বশ্রান্ত সন্ধ্যায়।
এ বুকে আকাশ রেখেছিলাম,এ শরীর অশান্ত জঙ্গল।
খোলা মনে উড়তে পারলি না,এ মনের তুই কি পাবি তল!
খোলা মনে উড়তে পারলি না,এ মনের তুই কি পাবি তল!
যা, যা পাখি উড়তে দিলাম তোকে, যা,
যা যা যা, খুঁজে নে অন্য কোনো বাসা।
খুঁজে নে গৃহস্থ জীবন,
ভুলে যা বন্য ভালবাসা।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে, যা!
Music
এ বুকে বন্দী কি জানিনা, জানিনা কি সুখ আছে রাখা!
শুধু ভাবি তখন ফিরে এলে, এ খাঁচা পাবি কি আর ফাঁকা!
শুধু ভাবি তখন ফিরে এলে, এ খাঁচা পাবি কি আর ফাঁকা!
জংলী পাখির পালক পড়ে, ধরা পড়ে আর পেলি না পার।
আসমান ভুলে খুঁজিস খাঁচা, জঙ্গল ভুলে খুঁজিস দাঁড়।
যা, যা পাখি উড়তে দিলাম তোকে, যা
খুঁজে নে অন্য কোনো বাসা।
সুখে থাক শিকল বেঁধে মনে,
ভুলে যা বন্য ভালবাসা।
যা, যা যা যা পাখি উড়তে দিলাম তোকে!
Lyrics Submitted by Arijit Banerjee

Enjoy the lyrics !!!