DamnLyrics - The center provides all the lyrics

Golper Shuru (Odbhut Shei Cheleti) - Aurthohin



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Golper Shuru (Odbhut Shei Cheleti) Lyrics


Song : Gopler Suru (Odvut Sei Cheleti)
Singer : Bassbaba Sumon And Russell
Band : Aurthohin
(তোমাদের আজ একটি গল্প শুনাবো আমি
অনেক অনেক আগের কথা
আমাদের এই বাংলাদেশে ছিলো একটি অদ্ভুত ছেলে
এটি সেই অদ্ভুত ছেলেটির গল্প)
অদ্ভুত একটি ছেলে, অদ্ভুত খেয়ালে
অ্যাকোস্টিক আর হারমনিকায় কত স্বপ্ন দেখে
হঠাৎ করেই খুজে পায় সে তার ভালোবাসা
জীবনটা হয়ে যায় যে রঙ্গীন, বুকে অনেক আশা
আকাশের সাদা মেঘে ভেসে বেড়ায় দুজন
গান ধরে নতুন সুরে, নতুন এক জীবন
জোছনায়…. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়…. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
তারপরে হঠাৎ করেই ভেঙ্গে যায় তার স্বপ্ন

হারিয়ে যায় মেয়েটি কোথাও, জীবনটা অস্পষ্ট
অ্যাকোস্টিক-এ দুঃখের বসত, হারমনিকায় কষ্ট
হৃদয় তার অভিমানে খুব নিরবে নষ্ট
চলে যায় সে দেশটি ছেড়ে বুকে নিয়ে সংশয়
নিঃস্ব ছেলের তবুও আছে সব হারাবার ভয়
আকাশ মেঘে ঢাকা, নেই জোছনা যে
তবুও মনে পড়ে ভালোবাসাটাকে
জোছনায়…. হাঁটবো আমি অজানা পথে তোমায় নিয়ে
জোছনায়…. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
তারপর কেটে যায় অনেকগুলো দিন
গানগুলো তার কাছে যেন অর্থহীন
কালো চুল এখন লম্বা এলোমেলো
ঢেকে দেয় তার উজ্জ্বল চোখদুটো
“জোছনায়…. লিখবো নতুন সুরে গান তোমায় ভেবে
হঠাৎ কি সে শোনে (জোছনায় অজানা পথে চলা)
নতুন সুর কানে বাজে (এখানে আছে যে মোর ভালোবাসা)
মেঘগুলো যায় সরে (জোছনায় অজানা পথে চলা)
জোছনা মুচকি হাসে (এখানে আছে যে মোর ভালোবাসা)
জোছনায়…. হাটবো আমি এই পথ ধরে নতুন করে
জোছনায়…. খুঁজবো আমি ভালোবাসাটাকে অজানার পথে
তারপর. অদ্ভুত সেই ছেলেটি আবার শুরু করলো হাটা
Lyrics Submitted by Fade Russell

Enjoy the lyrics !!!
Sumon was planning to form a band. Titi & Sentu of 'Faith' came along to help him. With some other musicians Sumon started performing under the name "Sumon O' Aurthohin", same as the album. The band was born!

Now in 2008 they released their album Aushomapto with the lineup consisting of master guitarist Komol [ of Warfaze fame], vocalist / drummer Rafa (a young multi-talented powerhouse of a musician) and Shishir [of dNA fame] who is a master of keys/ guitar, and of course "Bass Baba" Sumon on Bass.

Aurthohin is one of the leading bands of Bangladesh today, and known for their mix of singer/songwriter kind of mellow acoustic numbers and extremely heavy metal numbers in their albums. In the recent years that had also seen a kind of nu-punk and alternative rock shadows also cast on their songs.

After their successful album "Aushomapto - 1" they recently released thier new album "Aushomapto - 2" in November 2011. Read more on Last.fm. User-contributed text is available under the Creative Commons By-SA License; additional terms may apply.

View All

Aurthohin