Khomo Khomo - Tutul



     
Page format: Left Center Right
Direct link:
BB code:
Embed:

Khomo Khomo Lyrics


তমসাধন জীবন তুমি ছাড়া কেমনে বাচে
প্রভু তমসা ঘন জীবন তুমি ছাড়া কেমনে বাচে
প্রভু ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
ও প্রভু ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
চিনিতে পারি নাই ভোরে, চিনিতে পারি নাই ভোরে
সন্ধ্যে গো তাই নমঃ নমঃ
ও প্রভু ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
প্রভু ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
ধমনীর উন্মাদনা হয় নাই তোমার সাধন,
হয় নাই তোমার সাধন করেছি নিজের কাহন।।
মানবের জনম ওরে শেষে কোন দেশে
বিলাপে শোনাই পাপ মোচাই বিনা বেসে
হবে তোরি চরণ দাসী এই কালা মন উদাসী
প্রিয়তম, ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
প্রভু ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
দীর্ঘায়ত এ পথ আরো পথ সামনে আছে,
তমসাধন জীবন তুমি ছাড়া কেমনে বাচে।।

অচেতন মনে কোন বনে কোথা যাবে
কোথা যে গেলে সাপখেলে তারে পাবে
হবে তোরি চরণ দাসী এই কালা মন উদাসী
হবে তোরি চরণ দাসী এই কালা মন উদাসী
প্রিয়তম, ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম
প্রভু ক্ষম ক্ষম আমারে ক্ষম ক্ষম...
Lyrics Submitted by A.K. Jilani

Enjoy the lyrics !!!