Nadi Chale Jabei Jani - Mrinal Chakraborty
| Page format: |
Nadi Chale Jabei Jani Lyrics
নদী চলে যাবেই জানি সাগরের টানে।
নদী চলে যাবেই জানি সাগরের টানে।
আমি শুধু একা হবো, চেয়ে রব পথ পানে।
নদী চলে যাবেই জানি সাগরের টানে।
আমায় দিলনা ডাক, সে ব্যথা হৃদয়ে থাক -
ছোট ছোট স্মৃতি হয়ে।
আমায় দিলনা ডাক, সে ব্যথা হৃদয়ে থাক -
ছোট ছোট স্মৃতি হয়ে।
সেকথা লিখেছি জীবনের প্রতি গানে।
আমি শুধু একা হবো, চেয়ে রব পথ পানে।
নদী চলে যাবেই জানি সাগরের টানে।
শেষের কবিতা এখন হলো যে শুরু,
সময় তবু তো আজ দুস্তর এক মরু।
কোথাও মেলেনা সুখ, হারানো সে এক মুখ,
পথে পথে যায় সরে -
সে ছবি ভুলেছি সকরুণ অভিমানে।
আমি শুধু একা হবো, চেয়ে রব পথ পানে।
নদী চলে যাবেই জানি সাগরের টানে।
নদী চলে যাবেই জানি সাগরের টানে।
শিল্পী - মৃণাল চক্রবর্তী
কথা - সুনীলবরণ
সুর - প্রশান্ত চৌধুরী
Lyrics Submitted by Raghunandan Bhattacharyya