Oi Mousumi Mon Shudhu Rang - Manabendra Mukherjee
| Page format: |
Direct link:
BB code:
Embed:
Oi Mousumi Mon Shudhu Rang Lyrics
ওই মৌসুমী মন শুধু রং বদলায়
এই মৌমাছি মন মরে মৌ পিয়াসায়
সোনার অঙ্গেরে তটিনী রঙ্গেরে জলতরঙ্গেরে তাকে দোলায়
মরি যে হায় আ....
জানি না জানি না
কি মধু আবেশে কি কথা ভাবে সে
জানি না
কি নিয়ে থাকে সে কি ছবি আঁকে সে যে রে এ....
জানি না .....
তার দুকূলে ভাসানো লহরী কাঁপানো
ভাবের খেলাতে বেলা যে যায়।।
কি করে কাটি ও মনে দাগ
ও চোখে আঁকি এ অনুরাগ।
জানি না জানি না
কি করে কবে সে আমারি হবে সে
জানি না
কি ভালো বোঝে সে কি আজও খোঁজে সে যে রে এ.....
জানি না
তার প্লাবনে ভাসানো নেশাতে মেশানো
রূপেরই তরী সে বাঁধে কোথায়।।
Enjoy the lyrics !!!
